অনাথনাথ বসু (১৩০৬ – ১০.৯.১৩৬৮ ব.)। বিশিষ্ট শিক্ষাবিদ। জাতীয় বিদ্যালয়ে শিক্ষকরূপে কর্ম জীবনের শুরু। পাশ্চাত্যের শিক্ষাবিষয়ক জ্ঞান অর্জন করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষণ-বিভাগের প্রতিষ্ঠা ও উন্নয়নের কাজে যথেষ্ট সফলতা লাভ করেন। ১৯৪৮ খ্রী. দিল্লীর কেন্দ্রীয় শিক্ষা-প্রতিষ্ঠানে (Central Institute of Education) অধ্যক্ষের পদে যোগ দেন। অবসর-গ্রহণের পর শান্তিনিকেতনে এসে বাস করেন। মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২ – ৫৩)-এর সদস্য ছিলেন। তাঁর রচিত কয়েকটি শিক্ষাবিষয়ক গ্রন্থ আছে।
পূর্ববর্তী:
« অনাথকৃষ্ণ দেব
« অনাথকৃষ্ণ দেব
পরবর্তী:
অনাথনাথ বসু (২) »
অনাথনাথ বসু (২) »
Leave a Reply