অনন্তবর্মা চোড়গঙ্গ (রাজত্বকাল আনুমানিক ১০৭৬ – ১১৪৮ খ্রী:)। দেবেন্দ্রবর্মা। পূর্বগঙ্গবংশীয় বিখ্যাত রাজা। উড়িষ্যার চোড়গঙ্গ রাজাদের আধিপত্য মিধুনপুর বা মেদিনীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। অনন্তবর্মা গঙ্গাতীরে মন্দাররাজকে পরাভূত করে দুর্গনগর আরম্য ধ্বংস করেন। মন্দার বর্তমান গড় মান্দারণ এবং আরম্য বৰ্তমান আরামবাগ। দুটিই হুগলী জেলায়। তাঁর সময় পূববঙ্গ রাজ্যের সীমানা উত্তরে গঙ্গা নদীর মোহানা থেকে দক্ষিণে গোদাবরী নদীর মোহানা পৰ্যন্ত বিস্তৃত ছিল। তিনি ধর্ম ও শিল্পের পাঠপোষক ছিলেন। পুরীর জগন্নাথদেবের মন্দির তাঁর সময়েই নির্মিত হয়।
পূর্ববর্তী:
« অনন্তকুমার সেন
« অনন্তকুমার সেন
পরবর্তী:
অনন্তরাম বিদ্যাবাগীশ »
অনন্তরাম বিদ্যাবাগীশ »
Leave a Reply