অনাগারিক ধর্মপাল (১৭.৯.১৮৬৪ – ২৯.৪.১৯৩৩) কলম্বো, শ্রীলঙ্কা। পিতা ডন ক্যারোলিস কলম্বোর প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। শিক্ষা সেণ্ট টমাস স্কুলে। ধর্মপালের এক বিশেষ কৃতিত্ব মহাবোধি জার্নাল (১৮৯২) প্রকাশ। সোসাইটির মুখপত্র হিসেবে বৌদ্ধ ভাবাদর্শ, ঐতিহ্য ও অধিকার প্রতিষ্ঠায় এ জার্নাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শতবর্ষ প্রাচীন এ জার্নালটি ভারতে বৌদ্ধধর্মের পুনর্জাগরণে বিরাট ভূমিকা রেখেছে। ১৯৩১ খ্রী. সারনাথে আনুষ্ঠানিকভাবে দেবমিত্র ধর্মপাল নামে বৌদ্ধভিক্ষু-ব্রত গ্রহণ করেন। সারনাথে মৃত্যু।
পূর্ববর্তী:
« অনন্তহরি মিত্র
« অনন্তহরি মিত্র
পরবর্তী:
অনাথকৃষ্ণ দেব »
অনাথকৃষ্ণ দেব »
Leave a Reply