অধরচাঁদ সন্ন্যাসী। গৃহাস্থশ্রমের নাম সতীশচন্দ্র সরকার। প্রথমে বৈষ্ণব ছিলেন। পরে সহজিয়া ভাবে ভাবুক হয়ে পড়েন। বিভিন্ন ধর্মমত নিয়ে তিনি রবীন্দ্রনাথের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হন এবং শেষে রবীন্দ্রনাথের ‘বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়’–এই মতাদর্শে আকৃষ্ট হয়ে বহুবার তাঁর উপদেশ গ্রহণ করেন।
পূর্ববর্তী:
« অধরচন্দ্র লস্কর
« অধরচন্দ্র লস্কর
পরবর্তী:
অধরলাল সেন »
অধরলাল সেন »
Leave a Reply