অধরচন্দ্র লস্কর। প্রবাসী ভারতীয় বিপ্লবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ভারতীয় স্বাধীনতা সঙ্ঘ’-এর (১৯০৭) অন্যতম প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতাদের মধ্যে অপর দুইজন বাঙালী ছিলেন।–খগেন্দ্রনাথ দাস ও তারকনাথ দাস। এই ভারতীয় স্বাধীনতা সঙ্ঘের নাম পরিবর্তন করে রাখা হয় ‘গদর পার্টি’। তিনি এক সামরিক শিক্ষালাভের উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়ার এক সামরিক বিদ্যালয়ে যোগ দেন।
পূর্ববর্তী:
« অধরচন্দ্র মুখোপাধ্যায়
« অধরচন্দ্র মুখোপাধ্যায়
পরবর্তী:
অধরচাঁদ সন্ন্যাসী »
অধরচাঁদ সন্ন্যাসী »
Leave a Reply