অদ্বৈতানন্দ মহারাজ (১৯০০ – সেপ্টেম্বর ৮, ১৯৭৭) ভেরচি, যশোহর। পূর্বাশ্রমের নাম রাজেন্দ্রলাল আঁশ। খুলনার দৌলতপুর হিন্দু একাডেমি কলেজে পড়ার সময় অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে বিদেশী শিক্ষা বর্জন করেন। ঐ সময় খুলনার সাতক্ষীরা মহকুমায় ব্যাপক দুর্ভিক্ষে সেবাকাজ করতে গিয়ে ‘ভারত সেবাশ্রম সঙ্ঘে’র প্রতিষ্ঠাতা প্রবানন্দ স্বামীর সঙ্গে পরিচিত হয়ে সঙ্ঘে যোগদান করেন। ১৯২৪ খ্রীষ্টাব্দে সঙ্ঘের প্রথম সারির যে সাতজন সন্ন্যাসধর্মে দীক্ষিত হন, তিনি তাঁদের অন্যতম।
পূর্ববর্তী:
« অদ্বৈতাচার্য গোস্বামী
« অদ্বৈতাচার্য গোস্বামী
পরবর্তী:
অদ্ভুতাচার্য »
অদ্ভুতাচার্য »
Leave a Reply