অদ্বয়বজ্র। দশম শতাব্দীর এই সিদ্ধাচার্য সম্ভবত মহীপাল, দীপঙ্কর, নরো-পা প্রভৃতির সমসাময়িক ছিলেন। অন্য নাম ‘অবধূতী-পা’। ‘ব্রজ্রাচার্য’ নামেও পরিচিত ছিলেন। উত্তরবঙ্গের দেবীকোটবিহারের সঙ্গে তাঁর নাম জড়িত আছে। তিনি ‘বজ্রযান’-এর বহু মূল্যবান গ্রন্থ প্রণয়ন ও বৌদ্ধ সংকীর্তনের অনেকগুলি পদ রচনা করেন। রচিত কতগুলি বাংলা গ্রন্থও আছে। কিছু গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করে গেছেন। তাঁর ২১টি রচনা ‘অদ্বয়বজ্র সংগ্রহ’ নামে প্রকাশিত হয়। সোমপুর মহাবিহারের পণ্ডিতাচার্য বোধিভদ্র-রচিত ও তিব্বতী ভাষায় অনূদিত গ্রন্থগুলির একটির অনুবাদ করেন অদ্বয়বজ্র।
পূর্ববর্তী:
« অতুলপ্রসাদ সেন
« অতুলপ্রসাদ সেন
পরবর্তী:
অদ্বৈত মল্লবর্মণ »
অদ্বৈত মল্লবর্মণ »
Leave a Reply