অবনীন্দ্রনাথ বসু ঠাকুর (নভেম্বর ২০, ১৯০৯ – অক্টোবর ১৭, ১৯৬১) ঢাকার বিপ্লবী দল শ্রীসঙ্ঘের কর্মিরূপে কারা ও অন্তরীণে বাস করতে হয়, কারাগারেই এম.এ. এবং পরে পিআরএস, পিএইচডি হন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। মৃত্যুর পূর্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণায় নিযুক্ত ছিলেন। স্বাধীনতালাভের পর বিধানসভার সদস্য নির্বাচিত হন। রচিত গ্রন্থ : ‘নৈরাজ্যবাদ’।
পূর্ববর্তী:
« অবনীন্দ্রনাথ ঠাকুর
« অবনীন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী:
অবনীমোহন ঠাকুর »
অবনীমোহন ঠাকুর »
Leave a Reply