অতীন্দ্রনাথ বসু (ফেব্রুয়ারি ৩, ১৮৭৩ – জুন ১০, ১৯৬৫) উত্তর কলিকাতা। অপূর্বকৃষ্ণ।
যুগান্তর বিপ্লবীদের সঙ্গে যুক্ত ও অন্যতম নেতৃত্বস্থানীয় ছিলেন। কলিকাতার জোড়াবাগানের সম্ভ্রান্ত বসু পরিবারে তাঁর জন্ম। ১৮৭৩ সালের ৩রা ফেব্রুয়ারি ব্রিটিশবিরোধী গুপ্তবিপ্লবীকেন্দ্র পরিচালনার অপরাধে ১৯১৬ সাল থেকে পরবর্তী পাঁচ বছর তাঁকে নির্বাসনদণ্ড ভোগ করতে হয়। দেশের যুবকদের দেহে-মনে শক্তিমান করে গড়ে তোলার লক্ষ্যে ১৯২৬ সালের ২রা এপ্রিল অতীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন ‘সিমলা ব্যায়াম সমিতি’। ওই বত্সরই তিনি প্রবর্তন করলেন সর্বজনীন দুর্গাপূজা উত্সবের। এরপর থেকে আস্তে আস্তে বাংলার সর্বত্র সর্বজনীন দুর্গাপূজার প্রচলন হতে থাকে। আজকের বাংলাদেশে তো শতকরা নিরানব্বইটি দুর্গাপূজাই সর্বজনীন।
Leave a Reply