অণিমা সেনগুপ্ত (মার্চ ১৯২০ – অক্টোবর ২, ১৯৬৪) গৈলা, বরিশাল। বিমলেন্দু। পরিবারের সকলেই মহাত্মা অশ্বিনীকুমার দত্তের আদর্শে স্বদেশী ভাবে অনুপ্রাণিত ছিলেন। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ১৯৪০ সালে বি.এ. , ১৯৪৩ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং শিক্ষকতা করতে বিটি ও বিএড পাশ করেন।
১৯৫৭ সাল থেকে মৃত্যুকাল অবধি শশিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা-পদে ছিলেন।
তিনি কৈলাশ, মানস সরোবর ও বিভিন্ন পার্বত্য অঞ্চলের রঙিন চিত্র অঙ্কন করেছেন। তাঁর কয়েকটি কবিতাতে সাহিত্য-প্রীতির পরিচয় পাওয়া যায়।
Leave a Reply