অঘোরনাথ চট্টোপাধ্যায় (১৮৫০ – জানুয়ারী ২৯, ১৯১৫)। ব্রাহ্মণগাঁ, ঢাকা। প্রখ্যাত শিক্ষাবিদ। নিজামের আমন্ত্রণে তিনি হায়দ্রাবাদ রাজ্যের শিক্ষাসংস্কারের ভার গ্রহণ করে সেখানে শিক্ষার যথেষ্ট প্রসার ঘটান। ঐ রাজ্যে নিজাম কলেজ স্থাপন করেন। হায়দ্রাবাদের জনগণ তাঁকে শিক্ষাগুরুরূপে গণ্য করত।
তার পুত্রকন্যাদের মধ্যে বিল বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কবি হারীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং দেশনেত্রী ও কবি সরোজিনী নাইডুর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« অঘোরনাথ চক্রবর্তী
« অঘোরনাথ চক্রবর্তী
পরবর্তী:
অঘোরনাথ চট্টোপাধ্যায় (২) »
অঘোরনাথ চট্টোপাধ্যায় (২) »
Leave a Reply