অখণ্ডানন্দ স্বামী (? – ১৯৩৬/৩৭)। শ্রীমন্ত। পূর্বাশ্রমের নাম গঙ্গাধর ঘটক। রামকৃষ্ণদেবের ১৯ জন শিষ্যের অন্যতম। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক অবস্থায় সঙ্গী ও সহচররাপে ভারতের নানা তীর্থ পরিভ্রমণ করেন। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের তৃতীয় অধ্যক্ষ ও মিশনের সেবাকার্য্যের প্রধান উদ্যোক্তা ছিলেন। ১৮৯৫ খ্রী. মুর্শিদাবাদ জেলার দুর্ভিক্ষপীড়িত সারগাছি ও মহলা গ্রামে সেবাকার্যে প্রাণত্যাগ করেন। জীবনের অন্যতম কীর্তি সারগাছিতে আশ্রম ও কলাশিপ বিদ্যালয় স্থাপন। মিশনের পরিকায় (উদ্বোধন) তাঁর ভ্রমণ-কাহিনী তিব্বতে তিন বৎসর প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« অক্ষয়চন্দ্র সরকার
« অক্ষয়চন্দ্র সরকার
পরবর্তী:
অখিল দাস »
অখিল দাস »
Leave a Reply