রজনীকান্ত গুহ (১৯-১০-১৮৬৭ – ১৩-১২-১৯৪৫) জামুরিয়া-ময়মনসিংহ। উমাকান্ত। বিশিষ্ট শিক্ষাব্ৰতী, বহুভাষাবিদ, ব্ৰাহ্মধর্ম প্রচারক, স্বদেশপ্রেমিক। ১৮৮১ খ্রী ছাত্রবৃত্তি পাশ করেন। ১৮৮৬ খ্ৰী. ১৯ বছর বয়সে ব্ৰাহ্মধর্মে দীক্ষা নেন। ১৮৮৮ খ্রী. ময়মনসিংহ ইনস্টিটিউশন থেকে প্ৰবেশিকা, ১৮৯০ খ্রী. ইংরেজীতে অনার্সসহ বি.এ. পাশ করে ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ের সহকারী প্ৰধান শিক্ষক হন। এই বছরই বিবাহ হয়। ১৮৯৩ খ্রী. প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করে এম.এ পাশ করেন। ১৮৯৪ খ্রী. ভবানীপুর এল.এম.এস. কলেজে শিক্ষকতা করেন। ১৮৯৪–৯৬ খ্রী. কলিকাতা সিটি কলেজে ইংরেজীর অধ্যাপকরূপে নিযুক্ত ছিলেন। পরে বাঁকিপুরে শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে জানুয়ারী ১৮৯৭ খ্ৰী. প্রতিষ্ঠিত ‘রামমোহন রায় সেমিনারী’ স্কুলে ১৮৯৭–১৯০১ খ্রী. যৎসামান্য বেতনে শিক্ষকতা করেন। ২১-৬-১৯০১–৩০-৬-১৯১১ খ্ৰী. পর্যন্ত বরিশাল ব্ৰজমোহন কলেজে প্রথমে অধ্যাপক ও পরে অধ্যক্ষ পদে কাজ করা কালে স্বদেশী আন্দোলনে অংশ গ্ৰহণ করেন। স্বদেশী আমলে সরকারের রোষে পড়ে কলেজ বন্ধ হওয়ার অবস্থায় এলে তার পুনরুজ্জীবনের চেষ্টায় সরকারের সঙ্গে যে আপস হয় তার অন্যতম শর্ত হিসাবে কলেজের অপর তিন জন অধ্যাপকের সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়। ১-৭-১৯১১–৩০-৬-১৯১৩ খ্রীঃ ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনা করেন। ১-৭-১৯১৩–৩০-৬-১৯১৪ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সরকারী আদেশে পুনরায় পদচ্যুত হন। এরপর সিটি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন ও ১৯৩৬ খ্রী. তাঁর অধ্যক্ষ হন। আদর্শ শিক্ষক ও সাধারণ ব্ৰাহ্মসমাজের আচার্য হিসাবে খ্যাতি লাভ করেন। বাংলা, ইংরেজী, সংস্কৃত, গ্ৰীক, ফরাসী, ল্যাটিন জানতেন। ফসবোল সম্পাদিত পালি ধৰ্ম্মপদ ল্যাটিন থেকে বাংলায় অনুবাদ করেন। মূল গ্ৰীক থেকে তাঁর অনুবাদ গ্রন্থ: ‘মেগাস্থিনিসের ভারত বিবরণ’, ‘সম্রাট মার্কাস অরেলিয়াস’, ’আন্টোনিয়াসের আত্মচিন্তা’ ও ‘সোক্রাটিস’ (২ খণ্ড)। বহু সঙ্গীত রচনা করেছেন।
পূর্ববর্তী:
« রজনীকান্ত গুপ্ত
« রজনীকান্ত গুপ্ত
পরবর্তী:
রজনীকান্ত ঘোষ »
রজনীকান্ত ঘোষ »
Leave a Reply