সৈয়দ উমর সমরকন্দী রহমতুল্লাহি আলাইহি।
তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার সফরসঙ্গী হিসেবে এদেশে তাশরীফ আনেন। উনার মাজার শরীফ সিলেট শহরের ধোপাদিঘীর পাড়, ওসমানী জাদুঘরের সামনে অবস্থিত। উনার আওলাদগণ গহরপুর পরগণার তাহিরপুর গ্রামে অবস্থান করে আসছেন। উনার আওলাদ সৈয়দ তাহির আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামে উক্ত গ্রামের নামকরণ হয়েছে। সেখানে উনার আওলাদগণের ৫টি মাজার শরীফ রয়েছে।
(গ্রন্থসূত্রঃ ১। শ্রীহট্টে ইসলাম জ্যোতি, লেখক-মুফতি আজহার উদ্দিন সিদ্দিকী, প্রথম প্রকাশ ১লা নভেম্বর ১৯৩৮ এবং হযরত শাহজালাল ও সিলেটের ইতিহাস, লেখক-সৈয়দ মুর্তাজা আলী, প্রথম প্রকাশ ১৯৬৫ ঈসায়ী)
Leave a Reply