অতীন বন্দ্যোপাধ্যায় (জন্মঃ ১৯৩৪, ঢাকা, বাংলাদেশ) একজন ভারতীয় বাঙালি লেখক ।
পুরস্কার তালিকা
মানিক স্মৃতি পুরস্কার – ১৯৫৮ সালে সমুদ্র মানুষ এর জন্য।
বিভূতীভূষণ স্মৃতি পুরস্কার – ১৯৯১ সালে।
ভুয়াল্কা পুরস্কার – ১৯৯৩ সালে পঞ্চযোগিনী এর জন্য।
বঙ্কিম পুরস্কার – ১৯৯৮ সালে দুই ভারতবর্ষ এর জন্য।
মতিলাল পুরস্কার
তারাসঙ্কর স্মৃতি পুরস্কার
নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার – কলকাতা বিশ্ববিদ্যালয়
গ্রন্থ তালিকা
নীলকন্ঠ পাখির খোঁজে
অলৌকিক জলযান
ঈশ্বরের বাগান
পঞ্চযোগিনী
মানুষের ঘর বাড়ি
দেবীমহিমা
শেষ দৃশ্য
দ্বিতীয় পুরুষ
সুন্দর অপমান
দুঃস্বপ্ন
উপেক্ষা
মানুষের হাহাকার
সবুজ শ্যাওলার নীচে
সমুদ্র মানুষ
সাগরে মহাসাগরে
ঋতুসংহার
একটি জলের রেখা
নগ্ন ঈশ্বর
পুতুল
বিদেশিনী
রোদ্দুরে জ্যোৎস্নায়
নীল তিমি
ধ্বনি প্রতিধ্বনি
ফোটা পদ্মের গভীরে
গম্বুজে হাতের স্পর্শ
একালের বাংলা গল্প
সুখী রাজপুত্র
রাজা যায় বনবাসে
একজন দৈত্য একটি লাল গোলাপ
অন্নভোগ
কাপাশি
ঝিনুকের নৌকা
তুষার কুমারী
দুই ভারতবর্ষ
নদীর সঙ্গে দেখা
নারী ও পুরুষ
মধ্যযামিনী
উড়ন্ত তরবারি
গিনি রহস্য
বিন্নির খই লাল বাতাসা
নারী এবং নদীর পারে বাড়ী
একটি জলের রেখা ও ওরা তিনজন
অমৃতা
অপহরন
অরণ্য
উত্তাপ
আবাদ
জীবন মহিমা
মৃন্ময়ী
সূত্র: ৪
Leave a Reply