দ্বারকানাথ বিদ্যাভূষণ (১৮১৯ – ২৩.৮.১৮৮৬) চাংড়িপোতা-চব্বিশ পরগনা। হরচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচাৰ্য। ১৮৪৫ খ্ৰী সংস্কৃত কলেজের শেষ পরীক্ষায় ‘বিদ্যাভূষণ’ উপাধি প্ৰাপ্ত হন। ফোর্ট উইলিয়ম কলেজে কিছুকাল শিক্ষকতার পর সংস্কৃত কলেজের গ্রন্থাগারিক ও পরে অধ্যাপক এবং কিছুদিন অধ্যক্ষ বিদ্যাসাগরের সহকারী হিসাবে কাজ করেন। ১৮৫৬ খ্রী. পিতার সহায়তায় একটি মুদ্রাযন্ত্র স্থাপন করে স্বরচিত রোমের ইতিহাস ও গ্রীসের ইতিহাস প্ৰকাশ করেন। তার জীবনের প্রধান কীর্তি সাপ্তাহিক ‘সোমপ্রকাশ’ পত্রিকা সম্পাদনা। ১৮৫৮ খ্রী. পত্রিকাটি প্রথম প্ৰকাশিত হয়। মার্জিত রুচি, প্ৰাঞ্জল ভাষা ও নির্ভীক সমালোচনার জন্য পত্রিকাটি বিশুদ্ধ রাজনীতি ও সুস্থ সাহিত্যের প্রসারে দীর্ঘদিন বাংলা-সংবাদপত্র-জগতে শীর্ষস্থান অধিকার করেছিল। ১৮৭৮ খ্রী. তদানীন্তন বড়লাট লর্ড লিটন বঙ্গীয় মুদ্রাযন্ত্র-বিষয়ক আইন বিধিবদ্ধ করলে তিনি মুচলেকা দিতে অস্বীকার করে ‘সোমপ্রকাশের’ প্রচার বন্ধ করে দেন। পরে ঐ আইন রদ হলে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয়। ১২৮৫ – ৯১ ব ‘কল্পদ্রুম’ পত্রিকা সম্পাদনা করেন। তার রচিত ছাত্রপাঠ্য পুস্তক : ‘নীতিসার’, ‘পাঠামৃত’, ‘ছাত্ৰবোধ’, ‘ভূষণসার ব্যাকরণ’; কাব্যগ্রন্থ : ‘প্ৰকৃত প্রেম’, ‘প্রকৃত সুখ’, ‘বিশ্বেশ্বর বিলাপ পদ্য’ প্রভৃতি। নিজব্যয়ে একটি বিদ্যালয় স্থাপন করেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী তার ভাগিনেয়।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স
« দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স
পরবর্তী:
দ্বারকানাথ মিত্র »
দ্বারকানাথ মিত্র »
Leave a Reply