মুহম্মদ মনসুর উদ্দিন ছিলেন লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ।
জন্ম
১৯০৪ সালে পাবনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম জায়দার আলী মাতার নাম জিউয়ারুন নেসা।
শিক্ষা জীবন
১৯২১ সালে কৃতিত্বের সঙ্গে প্রবাশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৬ সালে বি এ পাস করেন। ১৯২৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
কর্মজীবন
কর্মজীবন শুরু করেন ১৯৩১ সালে সরকারি চাকুরী দিয়ে, স্কুল সাব ইন্সপেক্টর রূপে। বিভিন্ন কলেজে অধ্যাপনার পর চাকুরী শেষ করেন ১৯৫৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যের প্রফেসর হিসেবে। ১৯৫২ সালে সরকারি মাসিক পত্রিকা মাহে নও এর সম্পাদক ছিলেন ছয় মাসের জন্য।
প্রকাশনা
লোকসাহিত্যঃ
১১ খন্ডে সংগৃহীত লুপ্ত ও লুপ্তপ্রায় লোকসাহিত্যের সংকলন হারামনি
লোককাহীনির সংকলন শিরণী(১৯৩২)
হাসি অভিধান
বাংলা ইডিয়ম সংকলন(১৯৫৭)
উপন্যাসঃ
সাতাশে মার্চ
বঙ্গ সাহিত্যের ইতিহাসঃ
বাংলা সাহিত্যে মুসলিম সাধনা, ৩খন্ড একত্রে(১৯৮১)
গানের সংকলনঃ
শত গান (১৯৬৭)
ইরানের কবি (১৩৭৫ বঙ্গাব্দ)
আওরঙ্গজেব (অনুবাদ,১৯৭০)
শিশুসাহিত্য
রূপকথা সংকলনঃ
ঠকামি (১৯৫৯)
মুসকিল আসান (২য় সং ১৯৫৯)
অন্যান্যঃ
হাসির পড়া (১৯৬৩)
পুরস্কার ও সম্মাননা
বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৫)
মৃত্যু
১৯৮৭ সালের ১৯শে সেপ্টেম্বর
সূত্র: ৪
Leave a Reply