রাধাগোবিন্দ কর (২৩ আগস্ট ১৮৫২ – ১৯ ডিসেম্বর ১৯১৮) (ইংরেজি ভাষা: Radha Gobinda Kar) একজন খ্যাতনামা চিকিৎসক । তাঁর পিতার নাম ডাক্তার দুর্গাদাস কর । তাঁর ভাই রাধামাধব কর একজন বিখ্যাত চিকিৎসক এবং সফল নাট্যব্যক্তিত্ব ।
রাধাগোবিন্দ কর ১৮৮৩ খ্রিষ্টাব্দে ডাক্তারির উচ্চশিক্ষার্থে ইউরোপ যান । ১৮৮৭ খ্রিষ্টাব্দে এডিনবরার চিকিৎসাশাস্ত্রে ডিগ্রীলাভ করেন । তিনি কারমাইকেল কলেজ নামে প্রথম বেসরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন । যার বর্তমান নাম আর জি কর মেডিকেল কলেজ ।
রাধাগোবিন্দ কর বেশ কিছু ডাক্তারি বই রচনা করেছিলেন । এগুলির মধ্যে উল্লেখযোগ্য ধাত্রীসহায় (ডাক্তার সুরথ বসু সহ), ভীষক সুহৃদ, অ্যানাটমি, কর-সংহিতা, সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব, প্লেগ, স্ত্রীরোগচিকিৎসা, গাইনিকল্যাজি প্রভৃতি ।
সূত্র: ৪
Leave a Reply