হুমায়ুন কবির (১৯০৬-১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তাঁর জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরে (বর্তমানে বাংলাদেশের অংশ)। তিনি দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় জওহরলাল নেহেরুর মন্ত্রীসভায়, এবং এর পরবর্তীতে আরেকবার। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচিত রচনাবলী
ইমানুয়েল কান্ট (১৯৩৬)
শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)
বাংলার কাব্য (১৯৪৫(
মার্ক্সবাদ (১৯৫১)
মীর্জা আবু তালিব খান (১৯৬১)
Poetry, Monads and Society (1941)
Muslim Politics in Bengal (1943)
রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৪৫)
সূত্র: ৪
Leave a Reply