মনোমোহন বসু (১৪-৭-১৮৩১ — ৪-২-১৯১২) ছোট জাগুলিয়া-চব্বিশ পরগনা। দেবনারায়ণ। কলিকাতা হেয়ার স্কুল ও জেনারেল অ্যাসেমব্রিীজ ইনস্টিটিউশনের ছাত্র। সাংবাদিকতায় দীক্ষা গ্ৰহণ করে ১৮৫২ খ্রী. ‘সংবাদ বিভাকর’ ও ১৮৭২ খ্রী. ‘মধ্যস্থ’ পত্রিকা সম্পাদনা করেন। বাল্যকাল থেকেই ‘প্ৰভাকর’ ও ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় লিখতেন। পরে কবি ও নাট্যকাররূপে খ্যাতিমান হন। রণজিৎ সিংহের জীবনী অবলম্বনে রচিত তাঁর ‘দুলীন’ গ্ৰন্থ সেকালে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। হিন্দু মেলার অন্যতম সংগঠক হিসাবে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম মেলার প্রধান বক্তা ছিলেন। ‘বঙ্গাধিপ পরাজয়’ উপন্যাসে বিদেশী শোষণের চিত্র উদঘাটন ও ‘দিনের দিন সবে দীন/ভারত হয়ে পরাধীন’-এই জাতীয় সঙ্গীতটি রচনা করেন। হিন্দু মেলার প্রভাবে ন্যাশনাল থিয়েটারের জন্মকাল থেকেই (১৮৭২) তাঁর সমর্থক ছিলেন। এখানে তাঁর রচিত। কয়েকটি নাটক অভিনীত হয়। তিনি গীতাভিনয় রচনার অন্যতম পথিকৃৎ। তাঁর নাটকগুলি মঞ্চাভিনয় ও গীতাভিনয় উভয়রূপেই সার্থক হয়েছিল। ১৮৬৮ খ্রিষ্টাব্দের গোরায় তাঁর রচিত ‘রামাভিষেক’ নাকটটি গোবিন্দ সরকারের বাড়িতে প্ৰথম অভিনীত হয়। ‘পদ্যমালা’ তাঁর রচিত পাঠ্যপুস্তক। তিনি বাউল, কীর্তন ও যাত্রার গান রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন।
পূর্ববর্তী:
« মনোমোহন পাঁড়ে
« মনোমোহন পাঁড়ে
পরবর্তী:
মনোমোহন ভাদুড়ী, ডাঃ »
মনোমোহন ভাদুড়ী, ডাঃ »
Leave a Reply