বাণেশ্বর বিদ্যালঙ্কার (১৮শ শতাব্দী)। গুপ্তিপাড়া-হুগলী। রামদেব তর্কবাগীশ। গুপ্তিপাড়ার প্ৰসিদ্ধ শুভাকরের বংশধর। নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্রের সভাপণ্ডিত ছিলেন। কোনও কারণে কৃষ্ণচন্দ্র তাঁর ওপর ক্রুদ্ধ হলে তিনি বর্ধমানরাজ চিত্ৰসেনের আশ্রয়ে যান এবং তাঁর আদেশে গদ্যেপদ্যে ‘চিত্রচম্পূ’ গ্রন্থ রচনা করেন (১৭৪৪)। এই গ্রন্থে বর্গীর হাঙ্গামার বহু বিবরণ পাওয়া যায়। চিত্ৰসেনের মৃত্যুর পর তিনি পুনরায় কৃষ্ণচন্দ্রের রাজসভায় যান এবং কিছুকাল পরে নদীয়া ত্যাগ করে কলিকাতায় রাজা নবকৃষ্ণের আশ্রয়ে থাকেন। ওয়ারেন হেস্টিংস যে ১১ জন পণ্ডিতের সাহায্যে ‘বিবাদার্ণবসেতু’ নামে বৃহৎ ধৰ্মশাস্ত্রসংগ্রহ রচনা করান, তিনি তাদের অন্যতম। এই গ্রন্থটি ব্রিটিশ আমলে হিন্দু আইনের আদিগ্রন্থ এবং দীর্ঘকাল সুগ্ৰীম কোর্টের একমাত্র আইনগ্রন্থ ছিল। ‘চন্দ্রাভিষেক’ (১৭৪৫) নামে তিনি একখানি নাটকও রচনা করেন। তাঁর রচনা বলে প্ৰসিদ্ধ কিছু উদ্ভট সংস্কৃত কবিতার সন্ধান পাওয়া যায়।
পূর্ববর্তী:
« বাণেশ্বর
« বাণেশ্বর
পরবর্তী:
বাদল গুপ্ত »
বাদল গুপ্ত »
Leave a Reply