অর্ধেন্দুশেখর মুস্তোফী / অর্ধেন্দুশেখর মুস্তফী / অর্ধেন্দুশেখর মুস্তাফী (২৫-১-১৮৫০–৫-৯-১৯০৯) বাগবাজার-কলিকাতা। শ্যামাচরণ। নাট্যজগতে ‘মুস্তোফী সাহেব’ নামে পরিচিত শক্তিশালী নট ও নাট্যশিক্ষক। বিশ্ববিদ্যালয়ের প্রথাগত যোগ্যতা না থাকলেও ইংরেজী ভাষা ও সাহিত্যে দখল ছিল। আত্মীয়তাসূত্রে পাথুরিয়াঘাটা রাজবাড়ির নাট্যমঞ্চে তীর নাট্যজীবন শুরু হয়-’কিছু কিছু বুঝি’ নামক এক প্রহসনে (২-১১-১৮৬৭)। কিছুদিনের মধ্যেই গিরিশচন্দ্ৰ ও নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সধবার একাদশীতে অভিনয় করেন। প্ৰথম সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠাতাদের তিনি অন্যতম। হাস্যরসাত্মক ও গুরুগভীর চরিত্র এবং সাহেবের ভূমিকা অভিনয়ে সমান দক্ষ ছিলেন। অভিনীত বিখ্যাত চরিত্র; নীলদর্পণে ‘উড সাহেব’, দুৰ্গেশনন্দিনীতে ‘বিদ্যাদিগগজ’, প্ৰফুল্লতে ‘রমেশ’ ও রিজিয়ায় ‘ঘাতক’। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশ অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হত। অমৃতলাল বসুর মতে অর্ধেন্দুশেখর বিধাতার হাতে-গড়া actor ও অতুলনীয় নাট্যশিক্ষক।
পূর্ববর্তী:
« অর্ধেন্দুপ্ৰসাদ বন্দ্যোপাধ্যায়
« অর্ধেন্দুপ্ৰসাদ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অলকা উকিল »
অলকা উকিল »
Leave a Reply