ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ (১২.৪.১৮৬৩ – ৪.৭.১৯২৭) খড়দহ-চব্বিশ পরগনা। গুরুচরণ ভট্টাচার্য। প্রখ্যাত নাট্যকার। মেট্রোপলিটান ইনস্টিটিশন থেকে রসায়নে বি-এ, এবং প্রেসিডেন্সী কলেজ থেকে রসায়নে এম-এ (১৮৮৯) পাশ করার পর ১৮৯২ – ১৯০৩ খ্রী. জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে অধ্যাপনা করেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্যচৰ্চা করতেন। ১৮৮৫ খ্রী তার ‘রাজনৈতিক সন্ন্যাসী’ (দুই খণ্ড) প্রকাশিত হয়। অমিত্ৰাক্ষর ছন্দে রচিত ‘ফুলশয্যা’ (১৮৯৪) নামে প্রথম কাব্য-নাটকটি ‘উচ্চকবিত্বপূর্ণ বাংলা নাটক’ বলে বিশেষ প্ৰশংসা অর্জন করে। তার রচিত ‘আলিবাবা’ (১৮৯৭) প্রথম রঙ্গমঞ্চ-সফল নাটক। ঐতিহাসিক নাটকের মধ্যে ‘রঘুবীর’, ‘বঙ্গের প্রতাপাদিত্য, ‘আলমগীর’ ও ‘নন্দকুমার’ দেশাত্মবোধ উদ্বোধনে সহায়তা করেছিল। তার ৬খানি পৌরাণিক নাটকের মধ্যে ‘ভীষ্ম’ ও ‘নরনারায়ণ’ রঙ্গমঞ্চে দীর্ঘদিন অভিনীত হয়েছিল। তার রচিত গ্রন্থের সংখ্যা ৫৮। কয়েকটি উপন্যাস ও গল্পগ্রন্থও আছে। ১৯০০ খ্ৰী. ‘শ্ৰীমদভগবদগীতা’ অনুবাদ করেন এবং ১৩১৬ – ১৩২২ ব. পর্যন্ত ‘অলৌকিক রহস্য’ নামক একখানি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« ক্ষীরোদচন্দ্ৰ মুখোপাধ্যায়
« ক্ষীরোদচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
ক্ষীরোদবিহারী চক্রবর্তী »
ক্ষীরোদবিহারী চক্রবর্তী »
Leave a Reply