আবদুল করিম সাহিত্য বিশারদ (মৃত্যু সেপ্টেম্বর ৩০, ১৯৫৩) একজন বাঙালি সাহিত্যিক। তিনি প্রাচীন পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক বিরল ব্যক্তিত্ব। তার মৃত্যু পর্যন্ত তিনি প্রায় আড়াই হাজার হাতের লেখা পুঁথি সংগ্রহ করে সেসব পুঁথির পাঠোদ্ধারে নিরলস শ্রম দিয়েছেন। তিনি বহু পুঁথি সম্পাদনার করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় ৬০০ গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন। তার উল্লেখযোগ্য সম্পাদিত পুঁথিসমূহের মধ্যে আলী রাজার জ্ঞানসাগর, শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়, রতি দেবের মৃগলব্ধ, সারদা মুকুল ইত্যাদি অন্যতম। তার সম্পাদিত পত্রিকার মধ্যে নবনূর, সওগাত, পুজারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
সূত্র: ৪
Leave a Reply