অম্বিকাচরণ মজুমদার (১৮৫১–১৯২২) সেনদিয়া—মাদারীপুর-ফরিদপুর। শিক্ষালাভের পর ১৮৭৯ খ্ৰী. ফরিদপুরে ওকালতি শুরু করে যথেষ্ট প্রতিপত্তি অর্জন করেন। স্যার সুরেন্দ্রনাথের ঘণিষ্ঠ সহকর্মী হিসাবে, রাজনৈতিক জীবনের শুরু। ১৮৮১ খ্রী. পিপল্স্ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে উক্ত অ্যাসোসিয়েশনকে ভারতসভার সঙ্গে, যুক্ত করেন। ১৯১৩-১৯১৬ খ্রী. পর্যন্ত উক্ত সভার সভাপতি ছিলেন। ১৯১৬ খ্রী. লক্ষ্ণৌ-এ অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। ১৯১৮ খ্ৰী. ফরিদপুরে রাজেন্দ্ৰ কলেজ স্থাপিত হলে তিনি তার কর্মসমিতির সভাপতি নিযুক্ত হন। ফরিদপুর জেলা বোর্ড এবং পৌরসভার সদস্য ও সভাপতি ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘Indian National Evolution’।
পূর্ববর্তী:
« অম্বিকাচরণ গুহ
« অম্বিকাচরণ গুহ
পরবর্তী:
অম্বিকাচরণ মৈত্ৰ »
অম্বিকাচরণ মৈত্ৰ »
Leave a Reply