সত্যেন্দ্রনাথ দত্ত (ফেব্রুয়ারি ১১, ১৮৮২-১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি ছন্দের যাদুকর বলে বিখ্যাত। সত্যেন্দ্রনাথের জন্ম কলকাতা শহরে। তাঁর পিতামহ অক্ষয়কুমার দত্ত বাংলা সাহিত্যের তত্ত্ববোধিনী যুগের সূচনা করেন। সত্যেন্দ্রনাথের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদকর্মও করেছেন।
কাব্যগ্রন্থ:
সবিতা
বেণু ও বীণা
হোমশিখা
ফুলের ফসল
কূহ ও কেকা
তুলির লিখন
শুভ্র আকীব (?)
বেলা শেষের গান
অনুবাদ:
তীর্থ সলীল
তীর্থ রেণু
ফুলের ফসল
সূত্র: ৪
Leave a Reply