শাহাদাৎ হোসেন (১৮৯৩ – ১৯৫৩) পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার অন্তর্গত পন্ডিতপোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদীন সাংবাদিক হিসেবে কাজ করেন এবং পরবর্তী কালে ঢাকা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। তাঁর কবিতায় মুসলিম ঐতিহ্য সচেতনতা ও নিসর্গপ্রীতি লক্ষ করা যায়। তাঁর শব্দচয়ন ও ছন্দরীতি রবীন্দ্র প্রভাবিত হলেও বিষয় বৈশিষ্ট্যে তিনি ছিলেন স্বতন্ত্র। তিনি একজন খ্যাতিমান নাট্যকারও। সফররাজ খাঁ,আনার কলি,মসনদের মোহ ইত্যাদি তাঁর বিখ্যাত নাটক। কল্পরেখা, রূপছন্দা,মধুছন্দা ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ১৯৫৩ সালে তিনি মৃত্যুবরণ করেন।
সূত্র: ৪
Leave a Reply