মোহিতলাল মজুমদার (২৬ই অক্টোবর, ১৮৮৮ – ২৬ই জুলাই, ১৯৫২) (ইংরেজি: Mohitlal Majumdar) একজন বিখ্যাত বাঙালি কবি এবং সমালোচক ।
প্রথম জীবন
তাঁর পৈতৃক বাড়ি ছিল হুগলি জেলার বলাগড় গ্রাম। তাঁর বাবার নাম নন্দলাল মজুমদার । নন্দলাল ছিলেন কবি দেবেন্দ্রনাথ সেনের জ্ঞাতি ভাই । মোহিতলালের কৈশোর এবং বিদ্যালয়জীবন বলাগড় গ্রামেই অতিবাহিত হয় । ছোটবেলায় তিনি কিছুদিন কাঁচড়াপাড়ার কাছে হালিশহরে মায়ের মামাবাড়িতে থেকে সেখানকার বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন । মোহিতলাল চার-পাঁচ বছর বয়সে কাশীরাম দাসের মহাভারতের সঙ্গে পরিচিত হন । নয় বছর বয়সে তার রোমান্স পাঠে আগ্রহ জন্মায় । বারো-তেরো বছর বয়সে পলাশির যুদ্ধ এবং মেঘনাদ বধ কাব্য পড়ে শেষ করেন ।
১৯০৮ সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে বি.এ পাস করেন । কিন্তু অসুবিধায় পড়ে এম.এ পড়া ছেড়ে দেন । ১৯১৪ সালে সরকারি চাকরিতে অস্থায়ীভাবে কাজ করেন । এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক নিযুক্ত হন । তারপর তিনি কলকাতায় চলে আসেন । পরে বঙ্গবাসী কলেজে গিরিশ সংস্কৃতি ভবনে অধ্যাপনায় যোগ দেন ।
সাহিত্য প্রতিভা
মানসী পত্রিকাতে তাঁর সাহিত্যজীবনের সূত্রপাত হয় । বীরভূমি পত্রিকায় কবিতা প্রবন্ধ অনুবাদ প্রকাশ করেন । দেবেন্দ্রনাথ সেনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের ফলে তাঁর কাব্যচর্চায় দেবেন্দ্রনাথের প্রভাব দেখা যায় । এছাড়া করুণানিধান বন্দ্যোপাধ্যাযের় কবিতার ছন্দোমাধুর্য তাঁকে মুগ্ধ করেছিল । মোহিতলাল কিছুকাল ভারতী গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন । তিনি শনিচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন । রবীন্দ্র পরবর্তী কাব্যে কবি মোহিতলালের স্থান খুবই গুরুত্বপূর্ণ । সমালোচক হিসাবেও তাঁর খ্যাতি ছিল । ভাষারীতির বিশুদ্ধতা নিয়ে তাঁর প্রবল আগ্রহ ও নিষ্ঠা ছিল ।
পুস্তক তালিকা:
দেবেন্দ্র-মঙ্গল
স্বপন-পসারী
বিস্মরণী
আধুনিক বাংলা সাহিত্য
স্মরগরল
সাহিত্যকথা
কবি শ্রীমধুসূদন
সাহিত্যবিতান
বাঙ্গালার নবযুগ
রবি-প্রদক্ষিণ
কবি রবীন্দ্র ও রবীন্দ্র কাব্য (দুই ভাগ)
সূত্র: ৪
Leave a Reply