মোহাম্মদ মনিরুজ্জামান ১৯৩৯ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল যশোর শহরে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বি.এ.অনার্স (১৯৫৮) এবং এম.এ. (১৯৫৯) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পাশ করার পরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম ফেলো হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৯ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত কবি ও গীতিকার। গবেষক হিসেবেও তিনি প্রখ্যাত। ঋজু বক্তব্য,ছন্দ সচেতনতা ও গীতিময়তা তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। তিনি দেশ ও কাল সচেতন কবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁর কবিতায় বিশিষ্ট অনুপ্রেরণা সঞ্চার করেছে।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ দুর্লভ দিন,শঙ্কিত আলোকে,বিপন্ন বিষাদ,প্রতনু প্রত্যাশা,ভালোবাসার হাতে, মোহাম্মদ মনিরুজ্জামান কাব্যসংগ্রহ,কোলাহলের পর,ধীর প্রবাহ,ভাষাময় প্রজাপতি;
অনুবাদঃ এমেলি ডিকিসনের কবিতা,অশান্ত অশোক;গবেষনাঃ আধুনিক বাংলা কাব্যে হিন্দু-মুসলমান সম্পর্ক,আধুনিক বাংলা সাহিত্য,বাংলা কবিতার ছন্দ,আধুনিক কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র,বাংলা সাহিত্যে উচ্চতর গবেষণা,সাময়িক পত্রে সাহিত্য চিন্তাঃ সওগাত, আধুনিক বাংলা কবিতাঃ প্রাসঙ্গিকতা ও পরিপ্রেক্ষিত,রবীন্দ্রচেতনা,মধূসুদন ইত্যাদি।
সূত্র: ৪
Leave a Reply