মানকুমারী বসু (১৮৬৩ – ১৯৪৩) ছিলেন মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী । এঁর কাব্য প্রতিভা মাইকেল-হেমচন্দ্র-নবীনচন্দ্রের ধারায় প্রকাশিত হয়েছিল । মানকুমারী বসুর প্রধান কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কাব্যকুসুমাঞ্জলি (১৮৯৩), কনকাঞ্জলি (১৮৯৬), বিভূতি (১৯২৩) ।
সূত্রঃ ৪
Leave a Reply