বৃন্দাবন দাস, ঠাকুর (১৫০৭? – ১৫৮৯) নবদ্বীপ। বৈকুণ্ঠনাথ বিপ্ৰ। মাতা শ্ৰীবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবী। নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় ও কনিষ্ঠতম। এই শিষ্য একজন পরম বৈষ্ণব এবং মহাপ্রভুর পরম ভক্ত ও ‘চৈতন্যভাগবতে’র রচয়িতা। মহাপ্রভুর সমসাময়িক হওয়া সত্ত্বেও তিনি তাঁর দর্শন পান নি। মহাপ্রভুর তিরোধানের পর চৈতন্যভাগবত ও নিত্যানন্দবংশমালা প্রচার করেন। বর্ধমান জেলার দেনুড় গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মন্দির ও বিগ্ৰহ আছে। বৈষ্ণবসমাজে তা ‘দেনুড় শ্ৰীপাট’ নামে পরিচিত। তিনি খেতুরীর মহোৎসবে উপস্থিত ছিলেন। কৃষ্ণদাস কবিরাজ তাকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলে সম্মান করেছেন। তাঁর রচিত ‘গোপিকামোহন’ কাব্যও বৈষ্ণবসমাজের আদরের বস্তু। তিনি ‘কৃষ্ণকর্ণামৃতটীকা’, ‘নিত্যানন্দযুগলাষ্টক’, ‘রসকল্পসারস্তব’, ‘রামানুজগুরুপরম্পরা’ প্রভৃতি কয়েকটি সংস্কৃত কাব্য রচনা করে যশোলাভ করেন।
পূর্ববর্তী:
« বৃন্দাবন তেওয়ারী
« বৃন্দাবন তেওয়ারী
পরবর্তী:
বেণীমাধব দাস »
বেণীমাধব দাস »
Leave a Reply