বিদ্যাপতি। পিতা—গণপতি ঠাকুর। অনুমান করা হয়, এই মৈথিলী কবির জন্মকাল ১৩৭৪ খ্ৰীষ্টাব্দ ও জন্মস্থান সীতামারী মহকুমার বিস্ফী গ্রাম। বল্লাল সেন বাঙলাকে পাঁচ ভাগে ভাগ করে শাসন করতেন-তার মধ্যে মিথিলা একটি ভাগ। এছাড়া বল্লাল সেনের পুত্ৰ লক্ষ্মণ সেনের নামে লক্ষ্মণাব্দ মিথিলায় প্রচলিত ছিল। এইসব যুক্তি বলে বিদ্যাপতিকে বাঙালী বলে দাবি করা হয়। মিথিলার রাজদরবারে তিনি ছিলেন পণ্ডিত। তাঁর কবিখ্যাতি মৈথিলী ভাষায় রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক গীতিরচনার জন্য। তিনি প্রায় ১০ টি সংস্কৃত গ্রন্থ রচনা করেছেন বলে অনুমান করা হয়। তার মধ্যে ২টি স্মৃতিগ্ৰন্থও আছে। কীর্তন-গায়কদের মুখে এবং পদাবলী-লিপিকারদের কলমে অধিকাংশ ব্ৰজবুলিপদের ভণিতায় বিদ্যাপতির নাম গৃহীত হয়েছে।
পূর্ববর্তী:
« বিদ্যাধর ভট্টাচাৰ্য
« বিদ্যাধর ভট্টাচাৰ্য
পরবর্তী:
বিদ্যুৎপ্রভা বসু, ডাঃ »
বিদ্যুৎপ্রভা বসু, ডাঃ »
Leave a Reply