বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। সময়কাল আনুমানিক ১৩৭০-১৪৩৩ খ্রীঃ । কবির আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বড়ু, গুরুপ্রদত্ত নাম চণ্ডীদাস। বড়ু অন্যান্য চণ্ডীদাসদের তুলনায় প্রাচীনতম ও প্রাকচৈতন্য যুগের। তাঁর রচিত বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণকীর্তন মধ্যয়ুগীয় বাংলা কবিতার অন্যতম নিদর্শন।
সূত্রঃ ৪
Leave a Reply