প্রিয়ম্বদা দেবী (১৮৭১ -১৯৩৪) ছিলেন একজন প্রখ্যাত কবি । ইনি গ্র্যাজুয়েট ছিলেন । প্রিয়ম্বদা দেবীর কবিতার ভাষা ছিল সংযত, আকারে ছোট এবং ভাবগভীর । এনার ছোট ছোট কবিতাগুলি ছিল রবীন্দ্রনাথের ছোট কবিতার প্রতিযোগী । রবীন্দ্রনাথের প্রভাব এনার কাব্যে পড়লেও কবির নিজস্বতা তাতে ঢাকা পড়ে নি ।
প্রিয়ম্বদা দেবীর কবিতাগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রেণু (১৯০১), পত্রলেখা (১৯১০), অংশু (১৯২৭) ।
সূত্রঃ ৪
Leave a Reply