দৌলত কাজী। চট্টগ্রাম। ১৫৮০ খ্রী. তিনি বিদ্যমান ছিলেন। ‘সতী ময়না’ ও ‘লোর চন্দ্ৰাণী’ উপাখ্যান-কাব্যগ্রন্থের রচয়িতা। তিনি রোসঙ্গের রাজা রুস্তুধর্ম সুবৰ্মার রাজসভায় থেকে ‘লোর চন্দ্ৰাণী’ গ্রন্থ রচনা করেন। কাব্যের দ্বিতীয় অংশের সমাপ্তির পূর্বেই তাঁর মৃত্যু হয়। বহু বছর পরে কবি আলাওল গ্রন্থটি সমাপ্ত করেন।
পূর্ববর্তী:
« দোবরাজ পাথর
« দোবরাজ পাথর
পরবর্তী:
দ্বারকানাথ অধিকারী »
দ্বারকানাথ অধিকারী »
Leave a Reply