দেবেন্দ্রনাথ সেন (১৮৫৮ – ২১-১১-১৯২০) গাজীপুর-উত্তরপ্রদেশ। লক্ষ্মীনারায়ণ। আদি নিবাস বলাগড়-হুগলী। ১৮৮৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি-এ, এবং ১৮৯৩ খ্রী. এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ. পাশ করে এলাহাবাদ হাইকোর্টে ওকালতিতে ব্ৰতী হন। তিনি শ্ৰীকৃষ্ণ মিশন নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে তার মুখপত্র হিসাবে ‘শ্ৰীকৃষ্ণ রিভিউ’ প্রকাশ করেন। ১৯০০ খ্ৰী. কলিকাতায় ‘শ্ৰীকৃষ্ণ পাঠশালা’ নামে একটি বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়টি ‘কমলা হাইস্কুল’ ও পরে ‘কালিদাস পাল বিদ্যামন্দির’ নামে এখনও বর্তমান। ‘ফুলবালা’, ‘উৰ্মিলা’ ও ‘নির্ঝরিণী’ নামে তিনখানি কাব্য প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি কবি পরিচিতি লাভ করেন। পুষ্প-বিষয়ক কবিতা এবং সনেট রচনায় কৃতিত্ব ছিল। শেষ জীবনের কবিতায় ভক্তিরসের প্রাচুর্য দেখা যায়। তার রচিত ‘অশোকগুচ্ছ’, ‘শেফালিগুচ্ছ’ প্রভৃতি কাব্যগ্রন্থের সংখ্যা ২১।
পূর্ববর্তী:
« দেবেন্দ্রনাথ বসু
« দেবেন্দ্রনাথ বসু
পরবর্তী:
দেবেন্দ্রমোহন বসু »
দেবেন্দ্রমোহন বসু »
Leave a Reply