জ্ঞানদাস। ১৬শ শতাব্দী। কাঁদড়া–বর্ধমান। মঙ্গল-ব্ৰাহ্মণবংশীয় ছিলেন বলে মঙ্গল ঠাকুর, শ্ৰীমঙ্গল, মদন-মঙ্গল প্রভৃতি নামেও অভিহিত হতেন। তিনিই সর্বপ্রথম ‘ষোড়শ গোপাল’-এর রূপ বর্ণনা করে উৎকৃষ্ট পদ রচনা করেন। বৃন্দাবনে তিনি শ্ৰীজীব, রঘুনাথদাস, গোপাল ভট্ট, কৃষ্ণদাস কবিরাজ প্রমুখ বৈষ্ণব সাধক এবং পণ্ডিতদের সাক্ষাৎ সম্পর্কে আসেন। নিত্যানন্দের ভক্ত ছিলেন। ব্ৰজবুলিতেও প্রচুর পদ রচনা করেছেন এবং রাধাকৃষ্ণ-প্রণয়লীলার বিভিন্ন পর্যায়ের পদে বিচিত্র রসসঞ্চারে অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার রচিত গ্ৰন্থ মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের মহামূল্য রত্ন। সাধক হিসাবেও তার খ্যাতি ছিল। ‘ভক্তিরত্নাকর’ গ্রন্থে কাটোয়ার উৎসব-বৰ্ণনায় তাকে ‘মোহন্ত’দের একজন বলে ধরা হয়েছে। সঙ্গীতজ্ঞ এবং কীর্তনের নতুন পদ্ধতির উদ্ভাবক হিসাবেও তাঁর খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« জ্ঞানদাপ্ৰসন্ন মুখোপাধ্যায়
« জ্ঞানদাপ্ৰসন্ন মুখোপাধ্যায়
পরবর্তী:
জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply