চণ্ডীদাস নান্নুর-বীরভূম। দুৰ্গাদাস বাগচি। বাংলা সাহিত্যে এই প্ৰসিদ্ধ কবির জন্মকাল সম্বন্ধে অনেক মতদ্বৈধ আছে। এই নামে বহু পদকর্তার মধ্যে দ্বিজ চণ্ডীদাস ও বড়ু চণ্ডীদাস দু’জনকে মোটামুটি চিহ্নিত করা যায়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মসাধনায় পরকীয়া বা রসসাধনা-পদ্ধতি আধ্যাত্মিক দ্যোতনায় মণ্ডিত হয়ে এই কবির কাব্যে প্ৰকাশিত হয়েছে। রামী নামে এক রজকিনীর সঙ্গে তার প্রেমের কথা এবং বাশুলী দেবী নামটি এই কবির সঙ্গে জড়িত। বসন্তরঞ্জন রায় আবিষ্কৃত ‘শ্ৰীকৃষ্ণকীর্তনে’র রচয়িতা বড়ু চণ্ডীদাস। এই কাব্যের ভাষা ও ভাব দেখে তাকে চৈতন্য-পূৰ্ববতী, সম্ভবত চতুৰ্দশ শতাব্দীর প্রথম দিকের লোক বলে মনে হয়। কোন কোন পণ্ডিত চণ্ডীদাসকে ছাতনা-বাঁকুড়ার লোক মনে করেন। দ্বিজ, বড়, দীন ও নিছক চণ্ডীদাস ইত্যাদি নানা ভণিতায় কতজন পদকর্তা যে পদ রচনা করেছেন তা এখনও নির্ণয় করা যায় নি।
পূর্ববর্তী:
« চণ্ডীচরণ সেন
« চণ্ডীচরণ সেন
Leave a Reply