গোবিন্দচন্দ্ৰ দাস (১৬.১.১৮৫৫ – ১.১০.১৯১৮) জয়দেবপুর-ঢাকা। রামনাথ। প্ৰখ্যাত স্বভাব-কবি। গ্রামের বিদ্যালয় থেকে ছাত্রবৃত্তি পেয়ে নর্ম্যাল স্কুলে এক বছর ও পরে ঢাকা মেডিক্যাল স্কুলে পড়েন। ভাওয়ালরাজ কালীনারায়ণ তার শিক্ষার ব্যয়নির্বাহ করতেন। অব্যবস্থিত চিত্তের জন্য তিনি সারা জীবন দুঃখভোগ করেছেন। বিভিন্ন স্থানে ও বিভিন্ন ব্যক্তির স্নেহচ্ছায়ায় কাজ করেছেন, আবার ছেড়েও দিয়েছেন। শেষ জীবনে মুক্তাগাছার জমিদার জগৎকিশোর আচাৰ্য চৌধুরীর বৃত্তিমাত্র সম্বল ছিল। তার রচিত কবিতাবলী কিঞ্চিৎ অমার্জিত হলেও তীব্র আবেগ ও আন্তরিকতাপূর্ণ ছিল। পূর্ববঙ্গের প্রকৃতির বর্ণনা, গভীর বাস্তববোধ ও প্রগাঢ় পত্নীপ্ৰেম তার কবিতার বৈশিষ্ট্য। কবিতার মাধ্যমে তিনি প্ৰথমা পত্নীকে অমর করেছেন। অ্যালেন হিউম রচিত ‘অ্যায়োএক’ কবিতা অনুবাদের জন্য বিখ্যাত হন। ‘স্বদেশ’ কবিতায় শিক্ষিত বিলাত-ফেরত সমাজকে তীব্ৰ কশাঘাত করেন। কলিকাতায় ‘বিভা’ পত্রিকার প্রকাশক এবং সেরপুরে ‘চারুবার্তা’ কাগজের অধ্যক্ষ ছিলেন। শেষের দিকে অসুস্থতার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন তাঁর চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন। রচিত কিছু কবিতা আজও অপ্রকাশিত। ‘প্রেম ও ফুল’, ‘শোকোচ্ছাস’, ‘মগের মুলুক’ প্রভৃতি ১০খানি কাব্যগ্রন্থের রচয়িতা। এ ছাড়া তিনি গীতার কাব্যানুবাদ করেছিলেন।
পূর্ববর্তী:
« গোবিন্দচন্দ্র চক্রবর্তী
« গোবিন্দচন্দ্র চক্রবর্তী
পরবর্তী:
গোবিন্দচন্দ্র রায় »
গোবিন্দচন্দ্র রায় »
Leave a Reply