কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪ – ১৩.১.১৯০৭) সেনহাটি—খুলনা। মাণিক্যচন্দ্র। পিতৃহীন হয়ে ঢাকায় অপরের আশ্রয়ে প্রতিপালিত হন এবং ফারসী ভাষা শিক্ষা করেন। ঢাকা বাংলা স্কুলের শিক্ষক ছিলেন। পরে ‘মনোরঞ্জিকা’, ‘কবিতাকুসুমাবলী’, ‘ঢাকা প্ৰকাশ’, ‘বিজ্ঞাপনী’ প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেন। সবশেষে যশোহর জেলা স্কুলে প্রধান পণ্ডিতের কাজ করে অবসর নেন (১৮৭৪-১৮৯৩)। যশোহরে অবস্থানকালে ‘দ্বৈভাষিকী’ (১২৯৩ ব) সংস্কৃত-বাংলা মাসিক পত্রিকার পরিচালক ছিলেন। ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যক্ষেত্রে পরিচিত হন (১৮৫৮)। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সদ্ভাবশতক’ ফারসী কবি হাফেজ অবলম্বনে রচিত এবং সরল ও ধর্মভাবপূর্ণ। এছাড়া প্রকাশিত গ্ৰন্থ : ‘মোহনভোগ’, ‘কৈবল্য-তত্ত্ব’ এবং ‘রাসের ইতিবৃত্ত’ (১৮৬৮)। শেষোক্ত গ্রন্থটি রামচন্দ্ৰ দাস ছদ্মনামের আড়ালে তারই জীবন-বৃত্তান্ত।
পূর্ববর্তী:
« কৃষ্ণগোপাল বসু
« কৃষ্ণগোপাল বসু
পরবর্তী:
কৃষ্ণচন্দ্র মিস্ত্রী »
কৃষ্ণচন্দ্র মিস্ত্রী »
Leave a Reply