কৃষ্ণকমল ভট্টাচার্য (১৮৪৩ – ১৩.৮.১৯৩২) কলিকাতা। রামজয় তর্কালঙ্কার। প্ৰখ্যাত পণ্ডিত ও শিক্ষাব্ৰতী। ১৮৫৭ খ্রী. সংস্কৃত কলেজ থেকে এন্ট্রান্স এবং ১৮৬০ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করেন। প্রথমে স্কুলে শিক্ষকতা করেন, পরে উপ-পরিদর্শক এবং ১৮৬২ খ্রী প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক নিযুক্ত হন। ১৮৭২ খ্রী বি.এল. পাশ করে অধ্যাপনা ছেড়ে ওকালতি করেন। ১৮৮৪ খ্রী. বিশ্ববিদ্যালয়ের ‘ঠাকুর আইন অধ্যাপক’ নিযুক্ত হন এবং ১৮৯১ খ্ৰী. রিপন কলেজের অধ্যক্ষ হয়ে ১৯০৩ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। কঁৎ-এর পজিটিভিজম দর্শনে বিশ্বাসী কৃষ্ণকমল সে-যুগের তীক্ষ্ণধী নাস্তিকদের অন্যতম ছিলেন। তার রচিত গ্ৰন্থ ‘দুরাকাঙেক্ষর বৃথা-ভ্ৰমণ’ ও ‘বিচিত্ৰবীৰ্য্য’ অপরিণত বয়সের রচনা হলেও প্রতিভার পরিচয় দেয়। তার ‘পৌল ও ভর্জিনী’ মূল ফরাসী থেকে অনুবাদ। সাপ্তাহিক পত্রিকা ‘হিতবাদী’র প্রথম সম্পাদক ছিলেন। ‘ভারতী’, ‘অবোধবন্ধু ও ‘পূর্ণিমা’য় প্রকাশিত তাঁর পাণ্ডিত্যপূর্ণ প্ৰবন্ধাবলী উল্লেখযোগ্য। ‘হিন্দুশাস্ত্ৰ’ চতুর্থ ভাগ সঙ্কলন করেন এবং ‘বাচস্পত্যাভিধান’ সঙ্কলনে তারানাথ তর্কবাচস্পতিকে সাহায্য করেন। তারানাথ কর্তৃক ‘বিদ্যাম্বুধি’ উপাধিপ্রাপ্ত হন। সংস্কৃত কাব্যসমূহের ছাত্ৰপাঠ্য সংস্করণ প্ৰকাশ করে ছাত্রদের সংস্কৃত-শিক্ষার পথ সুগম করেন। বিশ্ববিদ্যালয় ও বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সদস্য ছিলেন। প্ৰখ্যাত পণ্ডিত রামকমল তার অগ্রজ।
পূর্ববর্তী:
« কৃষ্ণকমল গোস্বামী
« কৃষ্ণকমল গোস্বামী
পরবর্তী:
কৃষ্ণকান্ত চামার »
কৃষ্ণকান্ত চামার »
Leave a Reply