উমা দেবী (১৯০৪ – ১৯৩১) একজন বাঙালি কবি। তাঁর পিতার নাম পণ্ডিত মোহিতচন্দ্র সেন। তিনি দার্শনিক ছিলেন। মাতা লেখিকা ও কবি সুশীলা দেবী । উমা দেবীর স্বামীর নাম শিশিরকুমার গুপ্ত।
উমা দেবী রচিত কাব্যগ্রন্থ হল ঘুমের আগে এবং বাতায়ন। রবীন্দ্রনাথ বাতায়ন-এর কবিতা সম্পর্কে লিখেছেন – “এর প্রত্যেকটিতে বিশিষ্টতা আছে”। উমা দেবী রচিত অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য মাধুরী, বাঙ্গালী জীবন, নীতিগল্পিকা, কাজলী প্রভৃতি।
সূত্রঃ ৪
Leave a Reply