আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-) বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক। তাঁর প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ১৯৬০ সালে ছাপা হয়।
গ্রন্থ তালিকাঃ
তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০)
শীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২)
কর্ণফুলী (১৯৬২)
ক্ষুধা ও আশা (১৯৬৪)
খসড়া কাগজ (১৯৮৬)
শ্যাম ছায়ার সংবাদ (১৯৮৬)
জ্যোৎস্নার অজানা জীবন (১৯৮৬)
যেখানে দাঁড়িয়ে আছি (১৯৮৬)
স্বাগতম ভালোবাসা (১৯৯০)
অপর যোদ্ধারা (১৯৯২)
পুরানা পল্টন (১৯৯২)
অন্তরীক্ষে বৃক্ষরাজি (১৯৯২)
প্রিয় প্রিন্স (১৯৯৫)
ক্যাম্পাস (১৯৯৪)
অনূদিত অন্ধকার (১৯৯১)
স্বপ্নশীলা (১৯৯২)
কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা (১৯৯৬)
বিশৃঙ্খলা (১৯৯৭)
গল্পঃ
জেগে আছি
ধানকন্যা
মৃগনাভি
অন্ধকার সিঁড়ি
উজান তরঙ্গে
যখন সৈকত
আমার রক্ত স্বপ্ন আমার
কবিতাঃ
মানচিত্র
ভোরের নদীর মোহনায় জাগরণ
সূর্য জ্বালার স্বপন
লেলিহান পান্ডুলিপি
নাটকঃ
এহুদের মেয়ে
মরোক্কোর জাদুকর
ধন্যবাদ
মায়াবী প্রহর
সংবাদ শেষাংশ
রচনাবলীঃ
শিল্পের সাধনা
স্বাধীনতা যুদ্ধের ওপর লেখা বইঃ
ফেরারী ডায়েরী (১৯৭৮)
পুরষ্কারঃ
বাংলা একাডেমী পুরস্কার ১৯৬৪
ইউনেস্কো পুরষ্কার ১৯৬৫
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ১৯৭৭
আবুল কালাম শামসুদ্দীন সাহিত্য পুরষ্কার ১৯৮৩
আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরষ্কার ১৯৮৪
লেখিকা সংঘ পুরষ্কার ১৯৮৫
রংধনু পুরষ্কার ১৯৮৫
অলক্তা সাহিত্য পুরষ্কার ১৯৮৬
একুশে পদক ১৯৮৬
শেরে বাংলা সাহিত্য পুরষ্কার ১৯৮৭
নাট্যসভা ব্যাক্তিত্য পুরষ্কার ১৯৮৯
কথক একাডেমী পুরষ্কার ১৯৮৯
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বর্ণ পদক ১৯৯৪
সূত্রঃ ৪
Leave a Reply