আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের একজন সাহিত্যিক। তিনি ১৯৩২ খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্য এম.এ. পাস করেন। এরপরে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করে বিভিন্ন উচ্চ পদে সমসীন হন। কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বিশিষ্ট কৌশল তাঁর স্বাতন্ত্র চিহ্নিত করে। তিনি লোকজ ঐতিহ্যের ব্যাবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। প্রকৃতির রূপ ও রঙের বিচিত্রিত ছবিগুলো তাঁর কবিতাকে মাধুর্যমন্ডিত করেছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলঃ সাত নরীর হার, কখনো রঙ কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, আমার সময়, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।
সূত্রঃ ৪
Leave a Reply