আজিজুল হাকিম (১৯০৮-১৯৬২) ছিলেন বাঙালি কবি এবং প্রাবন্ধিক। ঢাকার হাসনাবাদে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কিছুকালে পাক্ষিক নওরোজ পত্রিকা এবং মাসিক সবুজ বাঙলা পত্রিকার সম্পাদনা কাজে নিযুক্ত ছিলেন।
নজরুলের চিঠি
আজিজুল হাকিমের স্ত্রী নার্গিস আসার খানম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী ছিলেন। ১৯২১ সালে নজরুলকে লেখা তার বন্ধুদের অনেক চিঠি আজিজুল হাকিমের কাছ থেকে পাওয়া যায়। সেই চিঠিগুলো নার্গিসের সাথে নজরুলের প্রণয়ের গুরুত্বপূর্ণ দলিল।
কাব্যগ্রন্থ:
ভোরের সানাই
মরুসেনা
ঘরহারা
পথহারা
বিদগ্ধ দিনের প্রান্তর
আজাজিলনামা (ব্যঙ্গ কবিতা সঙ্কলন)
অনুবাদগ্রন্থ: রোবাইয়াৎ-ই-হাফিজ, রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
গল্পগ্রন্থ: ঝড়ের রাতের যাত্রী
সূত্রঃ ৪
Leave a Reply