অতুলপ্রসাদ সেন (২০শে অক্টোবর, ১৮৭১- ২৬শে আগস্ট, ১৯৩৪) বাঙালি কবি, গীতিকার এবং গায়ক ছিলেন। তার জন্ম ঢাকা শহরে হলেও আদি নিবাস ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরের মগর গ্রাম। অতুলপ্রসাদের গানের সংখ্যা প্রায় দুশো। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!- গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদেরকে উদ্দীপ্ত করে।
গীতি সঙ্কলনঃ
কয়েকটি গান
গীতিগুঞ্জ (১৯৩১)
সূত্রঃ ৪
Leave a Reply