আকবর হোসেন (১৯১৫- ২রা জুন, ১৯৮১) ছিলেন জনপ্রিয় বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক। তাঁর জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কেয়া গ্রামে।
শিক্ষা ও কর্মজীবন
আকবর হোসেন কুষ্টিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ. ডিগ্রি নিয়ে চাকুরী জীবনের সূচনা করেন। ছাত্রাবস্থায়ই তাঁর লেখালেখির শুরু। “সন্ধানী” “শিক্ষা” “দৈনিক আজাদ” ও “নবযুগ” ইত্যাদি পত্র-পত্রিকায় লেখা প্রকাশের ভেতর দিয়ে তাঁর সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে। আকবর হোসেন-এর প্রথম উপন্যাস অবাঞ্চিত বিপুল পাঠকপ্রিয়তা লাভ করে। তাঁর বহুল জনপ্রিয় আরও কয়েকটি গ্রন্থ হলোঃ কী পাইনি, ঢেউ জাগে, দু’দিনের খেলাঘরে, মোহমুক্তি ইত্যাদি।
উপন্যাস
অবাঞ্ছিত (১৯৫০)
কি পাইনি (১৯৫২)
মোহমুক্তি (১৯৫৩)
ঢেউ জাগে (১৯৬১)
আলোছায়া (১৯৬৪)
দু’দিনের খেলাঘরে (১৯৬৫)
মেঘ বিজলী বাদল (১৯৬৮)
নতুন পৃথিবী (১৯৭৪)
দুষ্টক্ষত
আভা ও তার প্রথম পুরুষ
সূত্রঃ ৪
Sohel Ahmed
আমি কি “কি পাইনি” বই টি পেতে পারি?? আমার ২টা বই প্রয়োজন ছিল। আমার মোবাইল নং ঃ ০১৭১*****
আনোয়ার হোসেন জীবন
আমার পড়া প্রথম উপন্যাস “কী পাইনি “, আবার পড়তে চাই। পিডিএফ কপি পাওয়া যাবে?
বাংলা লাইব্রেরি
বইটি বাজারে আছে কি না, খুঁজে পেলে দেব।