সেলিনা হোসেন (জুন ১৪, ১৯৪৭) বাংলাদেশের একজন প্রখ্যাত মহিলা ঔপন্যাসিক।
জন্ম ও প্রাথমিক জীবন :
সেলিনা হোসেনের জন্ম ১৪ই জুন, ১৯৪৭, রাজশাহী শহরে। তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রাম। বাবা এ কে মোশাররফ হোসেন এবং মা মরিয়মন্নেসা বকুল। তিনি পিতা মাতার চতুর্থ সন্তান।
কর্মজীবন:
ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্বমিদ্যালয়ে পড়ার সময়ে তাঁর লেখালেখির সূচনা। প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে। ভ্রমণ তাঁর নেশা। তাঁর মোট উপন্যাসের সংখ্যা ২১টি, গল্প গ্রন্থ ৭টি এবং প্রবন্ধের গ্রন্থ ৪টি।
উপন্যাস
কাঠকয়লার ছবি
ঘুমকাতুরে ঈশ্বর
লারা
পুরষ্কার
ড: মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯)
বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার (১৯৮০)
আলাওল সাহিত্য পুরষ্কার (১৯৮১)
কামার মুশতারি স্মৃতি পুরষ্কার (১৯৮৭)
ফিলিপস্ সাহিত্য পুরষ্কার (১৯৯৪)
অলক্তা সাহিত্য পুরষ্কার (১৯৯৪)
সূত্রঃ ৪
Leave a Reply