শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০-৩-১৮৯৯ –- ২২-৯-১৯৭০)। পিতার কর্মস্থল পূর্ণিয়া–বিহারে জন্ম। তারাভূষণ। আদি নিবাস কলিকাতার উত্তরে বরাহনগর। মুঙ্গের জেলা স্কুল থেকে ১৯১৫ খ্রী. ম্যাট্রিক পাশ করে কলিকাতায় বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। এখানে শিশির ভাদুড়ীর কাছে ইংরেজী পড়েন। ছোটবেলা থেকেই খেলাধুলায় উৎসাহী ছিলেন। ১৯১৯ খ্রী. বি.এ. এবং ১৯২৬ খ্রী. পাটনা থেকে আইন পাশ করেন। ১৯২৯ খ্রী. ওকালতি ছেড়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ১৯৩৮ খ্রী. বোম্বাই থেকে হিমাংশু রায়ের আহ্বানে সিনারিও লেখার কাজে সেখানে যান। ১৯৪১ খ্রী. আচারিয়া আর্ট প্রডাকশনে দেড় বছর কাজ করেন। এরপর সিনারিও রচনা করে বিক্রয় করতেন। ১৯৫২ খ্রী. সিনেমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুণায় স্থায়িভাবে বাসের জন্য যান এবং সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেন। তাঁর ছোটগল্প, বড়গল্প, উপন্যাস ছাড়াও ডিটেকটিভ গল্প এবং রহস্য গল্পও বিশেষভাবে সমাদৃত। তাঁর ‘ব্যোমকেশ’ এবং ‘বরদা’ উল্লেখযোগ্য সৃষ্টি। ইতিহাসের গল্পশ্রিত তাঁর রচিত গ্ৰন্থ: ‘গৌড়মল্লার’ ও ‘তুঙ্গভদ্রার তীরে। অন্যান্য রচনা; ‘জাতিস্মর’ (বড় গল্প), ‘বিষের ধোঁয়া’ (উপন্যাস)। সাহিত্যের সবকটি বিভাগে কিছু না কিছু নিদর্শন রেখে গেছেন। শিশু-সাহিত্যে তাঁর তিনটি গ্রন্থের নায়ক ‘সদাশিব’। শেষ-জীবনের অনেক সময় বোম্বাই অঞ্চলে বাস করার ফলে পশ্চিমঘাট পর্বত ও তার অধিবাসীরা তাঁর অনেক রচনায় স্থান পেয়েছে। মহারাষ্ট্রবীর শিবাজী-চরিত্র অত্যন্ত অন্তরঙ্গভাবে তাঁর কিশোরদের জন্য রচিত গ্রন্থে চিত্রিত। বড়দের জন্য ‘শরদিন্দু অমনিবাস’ উল্লেখ্য।
পূর্ববর্তী:
« শরচ্চন্দ্ৰ শাস্ত্রী
« শরচ্চন্দ্ৰ শাস্ত্রী
পরবর্তী:
শরদীশ রায় »
শরদীশ রায় »
Leave a Reply