মানিক বন্দ্যোপাধ্যায় (২৯-৫-১৯০৮ — ৩-১২-১৯৫৬)। বিক্রমপুর-ঢাকা। হরিহর। প্ৰখ্যাত সাহিত্যিক। পিতৃদত্ত নাম প্ৰবোধকুমার। মানিক তাঁর ডাক-নাম। পিতারসরকারী চাকরির জন্য বাঙলা ও বিহারের বহু অঞ্চলে তাঁর বাল্যকাল কেটেছে। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে আইএস-সি পাশ করে অঙ্কে অনার্স নিয়ে কলিকাতার প্রেসিডেন্সী কলেজে পড়ার সময় ‘বিচিত্ৰা’ পত্রিকায় তাঁর প্রথম গল্প ‘অতসী মামী’ প্ৰকাশিত হলে (১৯২৮) সাহিত্যজগতে সাড়া জাগে। তাঁর উপন্যাস ‘দিবারাত্রির কাব্য ২১ বছর বয়সের রচনা। চরম দারিদ্র্যের মধ্যে থেকেও সাহিত্য-কর্মকেই জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে গ্ৰহণ করেন। প্রথম জীবনে ২/৩ বছর মাত্র চাকরি করেছিলেন। ১৯৩৫ খ্রী. তাঁর প্রথম উপন্যাস ‘জননী’ প্ৰকাশিত হয়। তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে ‘পুতুল নাচের ইতিকথা’ ও ‘পদ্মানদীর মাঝি’ ‘ভারতবর্ষ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। নানা কারণে প্ৰচণ্ড অর্থাভাব দেখা দিলে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সাহিত্যিক বৃত্তির ব্যবস্থা করেন। তাঁর শেষ উপন্যাস ‘মাশুল’। তাঁর সম্বন্ধে শ্ৰীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন: ‘আধুনিক আত্মশক্তির সমস্ত দুর্বোধ্যতা ও চিত্তবিক্ষেপের সমগ্র ঘূর্ণবেগ তাহার উপন্যাসে বিধৃত। মার্ক্স-এর শ্রেণীসংগ্ৰামতত্ত্ব ও ফ্রয়েডের মনোবিশ্লেষণ বাংলার অতীত-আচ্ছন্ন জীবন-চর্চায় যতখানি শিল্পসম্মতভাবে রূপায়িত হইতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তাহার চরম সীমায় পৌঁছিয়াছে।’ তাঁর পঞ্চাশটির অধিক উপন্যাস, বহু গল্প ও কবিতা-সঙ্কলন প্ৰকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« মানিক পীর (পীর মানিক)
« মানিক পীর (পীর মানিক)
পরবর্তী:
মানিক সেন »
মানিক সেন »
Leave a Reply